ভারতে বাড়ছে গাধার চাহিদা!

ভারতে বাড়ছে গাধার চাহিদা!

অনলাইন ডেস্ক

ভারতে বাড়ছে গাধার চাহিদা। অন্ধ্রপ্রদেশে এক কেজি মাংসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০০ টাকায়। এ ছাড়া পূর্ণবয়স্ক একটি গাধা এখন বিক্রি হচ্ছে ১৫-২০ হাজার টাকায়!

জানা গেছে গাধার মাংস খাওয়ার পেছনে কাজ করছে ভ্রান্ত কিছু ধারণা। মনে করা হয় হাঁপানির মতো শ্বাসকষ্টের অসুখে ওষুধ হিসেবে এর জুড়ি নেই।

সেই সঙ্গে ব্যথার উপশমও নাকি হয় গাধার মাংস খেলে।


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

বলিভিয়ায় রেলিং ধসে ৫ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সৌদি যুবরাজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ তদন্তের আবেদন

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)


তা ছাড়া গাধার মাংস যৌন ক্ষমতা বাড়িয়ে দিতে পারে অনেকের বিশ্বাস! এই ধরনের ধারণার বশবর্তী হয়ে ক্রমেই বাড়ছে এই পশুর মাংসের চাহিদা। অবস্থা এমন যে কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে গাধার চোরাচালান শুরু হয়েছে! দাম যতই বাড়ুক, চাহিদার অন্ত নেই।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক