৩৩ লাখ ভ্যাকসিন নিয়েছে, কেউ মারা যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

৩৩ লাখ ভ্যাকসিন নিয়েছে, কেউ মারা যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৩৩ লাখ মানুষ করোনা ভ্যাকসিন নিলেও এখন পর্যন্ত কেউ মারা যায়নি।  

আজ এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে দেশবাসী, গণমাধ্যম, প্রধানমন্ত্রী, বিশ্ব সমাজ সন্তুষ্ট। এ সুনাম সরকার ধরে রাখতে চাই।

এ পর্যন্ত ৩৩ লাখের বেশি ব্যক্তিকে টিকা দেয়া হয়েছে। নিবন্ধিত ৪৫ লাখ। এ পর্যন্ত কোনো অসংগতি নেই।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সংশ্লিষ্টদের এবং দেশে অবস্থানরত বিদেশিদের টিকা দেয়া হবে।

বন্দরগুলোতেও কর্মরতদের টিকা দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি সবকিছু ঠিক থাকে তবে জুন জুলাই পর্যন্ত ৪ কোটি ডোজ হাতে থাকবে। আর যদি কোনো পরিবর্তন আসে তবে ব্যবস্থাপনা সেভাবেই হবে। তবে কোভ্যাক্সের কাছ থেকে ১ কোটি ৯ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ, এটা নিশ্চিত।


পুলিশ হেফাজতে আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

ভাসানচরে যাচ্ছে দুই হাজারের বেশি রোহিঙ্গা

‘অসম প্রেমে’ পড়েছেন সাদিয়া ইসলাম মৌ

ব্যানারে নেই বেগম জিয়া, এনিয়ে বিস্তর আলোচনা


এখন থেকে প্রতি ১৫ দিনে সরকার টিকা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি সংস্থাগুলোকে সরকার অনুমতি দিলে, তারা নিজেদের টাকা দিয়ে টিকা আনবে এবং যারা তাদের কাছ থেকে টিকা নিতে চায়, তারা কিনে নিবে নাকি বিনামূল্যে পাবে, সেটা ঐ সংস্থাগুলোর ওপর নির্ভর করে।

news24bd.tv নাজিম