নেত্রকোনার হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু

নেত্রকোনার হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু

Other

হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ফলে আগাম বন্যায় ফসল হানির আশঙ্কায় কাটছে নেত্রকোনার হাওরাঞ্চলের কৃষকদের। প্রথম পর্যায়ে পরিক্ষামূলক বাঁধের গুরুত্তপূর্ণ অংশে স্থায়ী বাঁধ নির্মাণ করছে জেলা পানি উন্নয়ন বোর্ড। হাওরের জীব বৈচিত্র ও প্রকৃতি রক্ষা করেই মডেল প্রকল্প বাস্তবায়ন হওয়ায় বর্ষা মৌাশুমে বেড়েছে পর্যটন শিল্পের সম্ভাবনাও।  

নেত্রকোনার হাওর এলাকা জুরে রয়েছে ৩২০ কিলোমিটার বেড়ি বাঁধ।

বর্ষা মৌশুমের শুরুতেই জেলার নদনদীর পানি বৃদ্ধি পেয়ে ছড়িয়ে যায় বিভিন্ন হওরে। হাওরাঞ্চলগুলো পরিনত হয় মিনি সমুদ্রে। এতে প্রায় প্রতি বছরই হাওরাঞ্চলের একমাত্র ফসল পানিতে তলিয়ে যাওয়ার আতঙ্কে থাকতে হয় কৃষকদের। হাওরে কৃষকদের ফলানো সোনার ফসল ঘরে তুলতে প্রতিবছর বাঁধ মেরামতে কোটি কোটি টাকা বরাদ্ধ দেয় সরকার।

এরই অংশ হিসেবে জেলার গুরুত্তপূর্ণ বাঁধের বিভিন্ন অংশে স্থায়ী বাঁধ নির্মানে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রাথমিক পর্যায়ে জেলার সবচেয়ে বড় বেড়িবাধ মোহনগঞ্জের চড়হাইজদায় ৫ কিলোমিটার অংশে ৫০ কোটি টাকা ব্যায়ে সিসি ব্লক দ্বারা টেকসই বাঁধ নির্মাণ করা হচ্ছে। এরইমধ্যে এই প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।  


যে জায়গায় মিল পাওয়া গেছে বুবলী-দীঘির

সোনালির প্রেমে পড়ে স্ত্রীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন যেসব তারকারা

পুলিশ হেফাজতে আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

ভাসানচরে যাচ্ছে দুই হাজারের বেশি রোহিঙ্গা


এতে আগাম বন্যায় ফসল হানির আশঙ্কা অনেকটাই কেটে যাচ্ছে ডিঙ্গাপোতা হাওরের কৃষকদের। সেই সাথে বর্ষা মৌশুমে স্থায়ী বাঁধগুলোকে ঘিরে বাড়ছে পর্যটন শিল্পের সম্ভাবনাও। পর্যাক্রমে জেলার সকল বাঁধগুলো টেকসই ভাবে নির্মাণের দাবি স্থানীয়দের।

এদিকে হাওরের পানি ও নৌ চলাচল স্বাভাবিক রেখে কাজের গুগগতমান রক্ষা করেই টেকসই বাঁধ নির্মানের চেষ্টা চলছে বলে জানান পানিউন্নয়ন বোর্ড নেত্রকোনার সহকারী প্রকৌশলী অমিতাব সরকার।
 
হাওরের বৈচিত্র ও প্রকৃতি রক্ষা করেই এই মডেল প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। পরবর্তীতে অন্যন্য বাঁধেও শক্তিশালী বাঁধ নির্মানের পরিকল্পনা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত।  

শুধুমাত্র আশ্বাস নয়, হাওরের একমাত্র ফসল রক্ষায় প্রতি বছর মাটির বাঁধ মেরামতে কোটি কোটি টাকা বরাদ্ধ না করে স্থায়ী বাঁধ নির্মাণে ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ। এমনটাই প্রত্যাশা হাওরবাসীর।

news24bd.tv আয়শা