আজ থেকে গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবে টাইগাররা

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডে আজ থেকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। সাতদিনের সফল কোয়ারেন্টিন শেষে প্রথমবারের মত ব্যাট বল হাতে তুলবে তামিম-রিয়াদরা। অষ্টম দিন থেকে সমান ভাগে ভাগ হয়ে খোলা আকাশের নিচে শুরু হবে গুচ্ছ অনুশীলন।

ক্রাইস্টচার্চে মঙ্গলবার আধা ঘন্টার জন্য হোটেলের বাইরে ফ্রেশ এয়ারে সময় কাটান টাইগাররা।

নির্দিষ্ট দূরত্বে থেকে আলোচনায় অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট।  


পুলিশ হেফাজতে আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

ভাসানচরে যাচ্ছে দুই হাজারের বেশি রোহিঙ্গা

‘অসম প্রেমে’ পড়েছেন সাদিয়া ইসলাম মৌ

ব্যানারে নেই বেগম জিয়া, এনিয়ে বিস্তর আলোচনা


মূলত ক্রাইস্টচার্চে নয় মার্চ পর্যন্ত এভাবেই অনুশীলন আর জিম করবে গোটা দল। ১০ তারিখ দল যাবে কুইন্সটাউনে। সপ্তাহখানেক অনুশীলন শেষে টাইগারদের গন্তব্য ডানেডিন।

যেখানে ২০ মার্চ প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

news24bd.tv নাজিম