শহীদ মিনারে সাংবাদিক শাহীন রেজার মরদেহে ফুলেল শ্রদ্ধা

শহীদ মিনারে সাংবাদিক শাহীন রেজার মরদেহে ফুলেল শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত প্রখ্যাত সাংবাদিক শাহীন রেজা নূরকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানালেন স্বজন, সহকর্মীসহ সর্বস্তরের মানুষ। আজ সকাল ১০টা ৫০ মিনিটে মরদেহ শহীদ মিনারে আনা হয়।

এর আগে ভোর ৬টার দিকে শাহীন রেজা নূরের মরদেহ বিমানবন্দর থেকে রাজধানীর আসাদ এভিনিউয়ে তার বাসায় নেওয়া হয়। সেখানে সকাল ১০টায় প্রথম জানাজা হয়।

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দ্বিতীয় জানাজা হয়। বিকেল ৩টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। শাহীন রেজা নূর অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৩ ফেব্রুয়ারি কানাডার ভ্যাঙ্কুভারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


হুইল চেয়ারে বসেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় জাফরুল্লাহ

পরাজয় নিশ্চিত জেনে বিএনপি তৃণমূল নির্বাচন থেকে সরে যাচ্ছে: কাদের

দেশের থানাগুলোতে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা চলমান

পুলিশ হেফাজতে আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ


প্রজন্ম একাত্তরের সাবেক সভাপতি শাহীন রেজা নূর মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে।

শহীদ মিনারে রেজা নুরের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

news24bd.tv নাজিম