যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Other

যশোর-নড়াইল সড়কের নূড়িতলা এলাকায় থ্রি হুইলার (সিএনজি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ কয়েক যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন যশোর সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের কুদ্দুস জোয়াদ্দারের ছেলে।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, সুজন মোটর মেকানিক। আজ সকাল সাড়ে ৮টার দিকে হামিদপুর ময়লাখানার বিপরীতে তার নিজের মোটরসাইকেল গ্যারেজে আসছিলেন। পথিমধ্যে নূড়িতলা এলাকায় পৌঁছালে ইজিবাইক ওভারটেক করে আগে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলারের সাথে (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়।


হুইল চেয়ারে বসেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় জাফরুল্লাহ

পরাজয় নিশ্চিত জেনে বিএনপি তৃণমূল নির্বাচন থেকে সরে যাচ্ছে: কাদের

দেশের থানাগুলোতে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা চলমান

পুলিশ হেফাজতে আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ


এতে সবুজ গুরুতর আহত হয়।

আশপাশের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ সকাল ১০টার দিকে তাকে মৃৃৃৃত ঘোষণা করে মর্গে পাঠান।

ডাক্তার আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই সবুজের মৃৃৃৃত্যু হয়েছে।

চাঁনপাড়া ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি ও মোটরসাইকেল আটক আছে। থানায় মামলা হবে।

news24bd.tv নাজিম