যশোর-নড়াইল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

যশোর-নড়াইল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

Other

যশোর-নড়াইল সড়কের নূড়িতলা এলাকায় থ্রি হুইলার (সিএনজি) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সুজন হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক। এসময় সিএনজি চালকসহ কয়েক যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন যশোর সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের কুদ্দুস জোয়াদ্দারের ছেলে।


সবইতো চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান কেন ঈদের পরে খুলবে: নুর

আইন চলে ক্ষমতাসীনদের ইচ্ছেমত: ভিপি নুর

রাঙামাটিতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

৭৫০ মে.টন কয়লা নিয়ে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ


এলাকাবাসী ও পুলিশ জানায়, সুজন মোটর মেকানিক। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হামিদপুর ময়লাখানার বিপরীতে তার নিজের মোটরসাইকেল গ্যারেজে আসছিলেন। পথিমধ্যে নূড়িতলা এলাকায় পৌঁছালে ইজিবাইক ওভারটেক করে আগে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলারের সাথে (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা মোটরসাইকেল চালক সবুজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ সকাল ১০টার দিকে তাকে মৃৃৃৃত ঘোষণা করে মর্গে পাঠান।

ডাক্তার আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই সবুজের মৃৃৃৃত্যু হয়েছে।

চাঁনপাড়া ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি ও মোটরসাইকেল জব্দ আছে। থানায় মামলা হবে।

news24bd.tv তৌহিদ