ফেসবুক-টিকটকে বিশ্বাস নেই মার্কিন নাগরিকদের, উঠে এলো সমীক্ষায়

ফেসবুক-টিকটকে বিশ্বাস নেই মার্কিন নাগরিকদের, উঠে এলো সমীক্ষায়

অনলাইন ডেস্ক

ফেসবুক, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশ্বাস করতে পারছেন না আমেরিকানরা। তবে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যাপল অধিকাংশ আমেরিকানের মন জয় করে নিয়েছে।

এসইওক্লারিটি নামের একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজ সেবা প্রতিষ্ঠানের সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। টেক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে বিশ্বস্থতা নিয়ে এক হাজারেরও বেশি নাগরিকের ওপর সমীক্ষা করেছে এসইওক্লারিটি নামের প্রতিষ্ঠানটি।

অধিকাংশরাই সামাজিক সাইটগুলোর ব্যাপারে অনাস্থার পাশাপাশি এগুলোর ওপর জোরদার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

তাদের সমীক্ষায় দেখা যায়, ৬৫.৭ শতাংশ আমেরিকান গুগলকে বিশ্বাস করে। এরপরেই আছে অ্যামাজন, ৬৫.১ শতাংশ। মাইক্রোসফট, অ্যাপল ও স্যামসাংয়ের ওপর বিশ্বস্ততার হার পর্যায়ক্রমে ৬৪.৯, ৬৩.৬ ও ৬২.৩ শতাংশ।


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

ভারতে বাড়ছে গাধার চাহিদা!

ভারতের মাদ্রাসায় পড়ানো হবে বেদ, গীতা, সংস্কৃত

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)


এছাড়া তুলনামূলক কম বিশ্বস্ত টেক প্রতিষ্ঠান ও সামাজিক সাইটের মধ্যে আছে– রেডিট (৪৩.৬), টুইটার (৪২.৯), ফেইসবুক (৩৭.৮), হুয়াওয়ে (৩০.৪) ও সবশেষে টিকটক (২৮.১ শতাংশ)।

তাছাড়া ৭২ শতাংশ আমেরিকান মনে করেন, কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা নির্ধারণে সার্চ ইঞ্জিন ও সামাজিক মাধ্যমের দায়িত্ব রয়েছে। এসব প্রতিষ্ঠানের নীতিগত বিষয়ের ওপর (রাষ্ট্রীয় কর্তৃপক্ষের) নিয়ন্ত্রণ চায় ৬২ শতাংশ নাগরিক।

news24bd.tv / নকিব