করোনার মধ্যেই জম্মু-কাশ্মীরে ৪২ হাজার প্রার্থী বসলো চাকরির পরীক্ষায়

করোনার মধ্যেই জম্মু-কাশ্মীরে ৪২ হাজার প্রার্থী বসলো চাকরির পরীক্ষায়

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস অতিমারীর মধ্যেই জম্মু-কাশ্মীরে সার্ভিস সিলেকশন বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরির জন্য পরীক্ষায় বসেছে প্রায় ৪২ হাজার প্রার্থী। তবে যথাযথ ব্যবস্থার মধ্য দিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

গ্রেটার কাশ্মির এক প্রতিবেদনে জানিয়েছে, তিন ধাপে ওই পরীক্ষা নেওয়া হয়েছে। চলতি বছরের ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

শ্রীনগরের মোট ৫৪ হাজার প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করেছিল। তার মধ্যে পরীক্ষায় বসেছে ৭৮ শতাংশ।

শ্রীনগরের ৩৮টি সেন্টারে পরীক্ষা নেওয়ার জন্য ব্যাপক আয়োজন রাখা ছিল। করোনাভাইরাস থেকে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়গুলো বিবেচনা করে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকারি প্রশাসন।


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

ভারতে বাড়ছে গাধার চাহিদা!

ভারতের মাদ্রাসায় পড়ানো হবে বেদ, গীতা, সংস্কৃত

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)


পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে শ্রীনগর জেলা প্রশাসন ৩৮ টি কেন্দ্রের প্রত্যেকটিতে একজন করে ​​ম্যাজিস্ট্রেট এবং একজন পর্যবেক্ষক মোতায়েন করেছিল।

প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের প্রধানের পাশাপাশি তারাও ছিলেন বিষয়টি স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য।

news24bd.tv / নকিব