মহামারীর প্রাদুর্ভাবে পর্যটক শূন্য প্যারিস

Other

করোনা ভাইরাস, এক বছর ধরে জনজীবনে স্থবিরতা তৈরি করে রেখেছে। ঘরবন্দি হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে চাকুরীজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।   

বিশেষ করে প্যারিস পর্যটন নির্ভর হওয়ায় ক্ষতির পরিমাণটাও বেশি। পর্যটকদের তীর্থস্থান হিসেবে বিশ্ব নন্দিত প্যারিস শহর এখন অনেকটাই ভুতুড়ে নগরী।

নেই আগের মতো প্রাণচাঞ্চল্য আর পথ-ঘাটের ভিড়। যুক্তরাজ্যের নতুন করোনাভাইরাসের ভেরিয়েন্ট শনাক্তের পর দ্বিতীয় দফা দীর্ঘ লকডাউনে পড়েছে ফ্রান্স।
উদ্বেগ আর উৎকণ্ঠায় সারাক্ষণ ফরাসিরা। চাকরি হারিয়েছেন অনেকেই।
ব্যবসায় নেমেছে ধস। তবে আর ছয় সপ্তাহ পরই স্বস্তির আশ্বাস দিয়েছে ম্যাক্রো সরকার।


হুইল চেয়ারে বসেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় জাফরুল্লাহ

পরাজয় নিশ্চিত জেনে বিএনপি তৃণমূল নির্বাচন থেকে সরে যাচ্ছে: কাদের

দেশের থানাগুলোতে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা চলমান

পুলিশ হেফাজতে আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ


বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ক্ষতির মুখে ফ্রান্সের অর্থনীতি। দেশটির রাজস্ব আয়ের বড় অংশই আসে পযটন খাত থেকে। মহামারীর প্রাদুর্ভাবে পযটক শূন্য প্যারিস, গেলো এক বছর ধরে এই শিল্পের সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির কবলে।

করোনা মোকাবেলা করে প্যারিস আবারো তার আপন মহিমা ফিরে পাবে, ফিরে আসবে আগের সেই কর্ম চাঞ্চল্য, এমনটাই প্রত্যাশা ফরাসিদের।

news24bd.tv নাজিম