ফেব্রুয়ারিতে চাঙ্গা ছিল যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত

অনলাইন ডেস্ক

গেল মাসে চাহিদা বৃদ্ধিতে সক্ষমতার পরিচয় দিয়েছে খাতটি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইন্সিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের প্রকাশিত উপাত্তে উঠে এসেছে তথ্য।  

আইএসএমের উপাত্তের বরাতে এএফপি জানায়, গেল মাসে যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং সূচক বেড়ে ৬০ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। যা ২০১৮ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ সম্প্রসারণ।

উৎপাদন খাতের পিএমআই টানা নয় মাস ধরে রয়েছে ৫০ পয়েন্টের ওপর, যা মার্কিন ম্যানুফ্যাকচারিং খাতের সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।  


পুলিশ হেফাজতে আইনজীবীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

ভাসানচরে যাচ্ছে দুই হাজারের বেশি রোহিঙ্গা

‘অসম প্রেমে’ পড়েছেন সাদিয়া ইসলাম মৌ

ব্যানারে নেই বেগম জিয়া, এনিয়ে বিস্তর আলোচনা


ফেব্রুয়ারিতে এ খাতের ১৮টি শিল্পের মাত্র দুটিতে সংকোচন লক্ষ্য করা গেছে। একই চিত্র গেল জানুয়ারিতেও ছিল। উৎপাদন খাতের সম্প্রসারণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলসূচকও বেড়েছে বলে জানিয়েছে এএফপি।

news24bd.tv নাজিম