ট্যাংকে পড়ে গেল তিন বছরের শিশু, বাঁচাতে গিয়ে মাসহ দুজন নিহত

ট্যাংকে পড়ে গেল তিন বছরের শিশু, বাঁচাতে গিয়ে মাসহ দুজন নিহত

Other

ময়মনসিংহের ভালুকার বহুলী এলাকায় প্রভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া তিন বছরের শিশুকে বাঁচাতে গিয়ে শিশুর মা ও এক শ্রমিক নিহত হয়েছে।

নিহতরা হলেন- রাহিত, তার মা শ্রীমতি রলী  এবং প্রভিটা গ্রুপের শ্রমিক হৃদয় হাসান।

নিহত রাহিতের বাবা প্রভিটা গ্রুপের ইঞ্জিনিয়ার। তারা কোয়ার্টারে থাকতেন।

নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের  ফায়ার সার্ভিসেরসিনিয়র স্টেশন অফিসার  আতিকুর রহমান।


সবইতো চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান কেন ঈদের পরে খুলবে: নুর

আইন চলে ক্ষমতাসীনদের ইচ্ছেমত: ভিপি নুর

রাঙামাটিতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

৭৫০ মে.টন কয়লা নিয়ে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ


তিনি জানান, সন্ধ্যায় রাহিত খেলা করার সময় প্রভিটা গ্রুপের সেপটিাক ট্যাংকে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার মা শ্রীমতি রুলী সেপটিক ট্যাংকে ঝাঁপ দেয়। তাদের বাঁচাতে গিয়ে হৃদয় ঝাঁপ দিলে কেউ আর উঠতে পারেনি।

পরে তিনজনই মারা যায়।

news24bd.tv তৌহিদ