কিউলেক্স মশার উপদ্রপে অতিষ্ঠ নগরবাসী

Other

আগামী দুই সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার দুপুরে রাজধানীর পান্থকুঞ্জ এসটিএস উদ্বোধন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত স্থাণীয় সরকার মন্ত্রী বলেন-কিউলেক্স মশা খুব বিপজ্জনক নয়। এজন্য এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

রাজধানীতে প্রতিবছরই মশার উপদ্রব থাকলেও-এবার তা সব মাত্রাকে ছাড়িয়েছে। মশার দাপটে কোথাও বসাই যেন কঠিন।


সবইতো চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান কেন ঈদের পরে খুলবে: নুর

আইন চলে ক্ষমতাসীনদের ইচ্ছেমত: ভিপি নুর

রাঙামাটিতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

৭৫০ মে.টন কয়লা নিয়ে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ


বাসা, অফিস, রাস্তাঘাট সবখানেই মশার উপদ্রবে অতিষ্ট নগরবাসী। অনেকদিন ধরে মশায় নগরবাসী কোনঠাসা হলেও-কার্যত কোন পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের।

আর এজন্য মশার কামড় খেয়েই জীবন-জীবিকা চলছে অসহায় নগরবাসীর।

এবার আশার কথা শোনাচ্ছেন ঢাকা দক্ষিণের মেয়র। বললেন- ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রন করা গেলেও-পরিকল্পনায় ঘাটতির কারণে কিউলেক্স মশাকে দমন করা যায়নি। তবে- কৌশল বদলে কিউলেক্স মশাকে নিয়ন্ত্রন করতে অন্তত দুসপ্তাহ নগরবাসীকে ধৈয্য ধরার অনুরোধ জানান মেয়র।

বুধবার দুপুরে রাজধানীর পান্থপথের পান্থকুঞ্জ বক্স কালভার্ট ও পান্থকুঞ্জ অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র-সেকেন্ডারি ট্রানস্ফার স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন দক্ষিণের মেয়র।

এসময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন- খাল পরিষ্কার পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় মশাও নিয়ন্ত্রণে আসেনি। তবে দুই সিটি কর্পোরেশন যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।

সিটি কর্পোরেশন গেল দু্ই মাসে প্রায় ২০ কিলোমিটার খাল থেকে প্রায় ২ লাখ মেট্রিক টন বর্জ্য-পলি অপসারণ করে।

news24bd.tv তৌহিদ