কৃষি উৎপাদন বৃদ্ধিতে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লি ঋণের সুদ ৯ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ৮ শতাংশ পুননির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক; ১ এপ্রিল থেকে কার্যকর
রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
অনলাইন ডেস্ক
রাজধানীর খিলক্ষেত ৩০০ফিট সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় আশিক আব্দুল্লাহ হেলাল (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর সারে ৫টার দিকে এ দুঘটনা ঘটে।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় খিলক্ষেত থানা পুলিশ। নিহত হেলাল বরিশাল জেলার হিজলা উপজেলার মাইকখোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
আরও পড়ুন:
সিরাজগঞ্জে এইচ টি ইমামের প্রথম জানাজা সম্পন্ন
মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল, বেবি বাম্পের ছবি ভাইরাল
মা হওয়ার জন্য মোটা হওয়া গর্বের: শুভশ্রী (ভিডিও)
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামিমুল ইসলাম জানান, নিহত হেলাল খিলক্ষেত ৩০০ ফিটে অবস্থিত ৭১ সিকিউরিটি ইনচার্জ ছিল। সেখানেই থাকতেন তিনি।
ভোর সারে ৫টার দিকে ৩০০ ফিট পুলিশ হাউজিংয়ের দক্ষিণ পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে সিকিউরিটি কোম্পানির দাড়োয়ানের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় একটি ট্রাক মোটরসাইকেলসহ হেলালকে চাপা দেয়, এসময় তার মৃত্যু হয়।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য