৩ হাজার টাকার বাটি চার কোটি টাকা!

৩ হাজার টাকার বাটি চার কোটি টাকা!

অনলাইন ডেস্ক

ভাঙারির দোকান থেকে মাত্র ৩৫ ডলার দিয়ে কেনা একটি চীনামাটির পাত্রের সম্ভাব্য বিক্রয় মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ মার্কিন ডলার। শুনতে অবাক লাগলেও এমটাই ঘটেছে  যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের উত্তরপশ্চিমাঞ্চলে। সেখানের একজন ক্রেতা পুরনো জিনিসপাতির দোকান থেকে সূক্ষ্ম ফুলের কাজ করা একটি চীনা মাটির বাটি সংগ্রহ করেন।

নিলাম প্রতিষ্ঠান সোদবের মৃৎশিল্প বিশেষজ্ঞরা এই বাটির বেশ তারিফ করেছেন।

বিশেষজ্ঞরা বলেন, সম্রাট ইয়াংলির কোর্টের জন্য এটি তৈরি করা হয়েছিল। ১৪০২ থেকে ১৪২৪ সাল পর্যন্ত মিং রাজবংশের এই সম্রাটের শাসনকাল ছিল। সাতটি বাটির মধ্যে চারটি ছিল জাদুঘরে, দুটি তাইওয়ানে, দুটি লন্ডনে ও একটি তেহরানে।

আগামী ১৭ মার্চ নতুন আবিষ্কৃত সপ্তম বাটিটি নিলামে তুলবে সোদবি।

যা তিন থেকে পাঁচ লাখ ডলারে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।


গুপ্তচরবৃত্তির ইসরাইলি জাহাজে ইরানের হামলা!

ওটিটি প্ল্যাটফর্মেও ডাবল ব্লকবাস্টার দৃশ্যম টু!

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে পাক-ভারত!

অপো নতুন ফোনে থাকছে ১২ জিবি র‌্যাম


 

নিউইয়র্কে সোদবির চীনা শিল্পকর্ম বিষয়ক প্রধান অঞ্জেলা ম্যাকাটিয়ার বলেন, বিশ্বে এ রকম মাত্র ছয়টি বাটি আছে। এগুলো খুবই বিরল।

তবে চীন থেকে কীভাবে এই বাটি যুক্তরাষ্ট্রের পুরনো দ্রব্য বিক্রির দোকানে পৌঁছাল তা বলতে পারছেন না বিশেষজ্ঞরা।

news24bd.tv/আলী