৭১ এর উত্তাল মার্চ

Other

একটি পতাকা তখনো বিদ্যমান, কিন্তু চাঁদ-তারার সেই পাকিস্তানী পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার লাল-সবুজের নিশান উড়িয়ে ছিল দামাল ছেলেরা।

১৯৭১ এর মার্চের ২ তারিখ সেদিন। আ স ম আব্দুর রব বলেছেন ওই  দিনের পর থেকেই মার্চ হলো বাঙালীর কাছে ‘উত্তাল মার্চ’।

দুই তিন চার, মার্চের তিন দিন কার্ফিউ, কিন্তু স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ওই ৩ দিনেই হরতাল দিলো।

পতাকা উড়ালেন আসম আব্দুর রব।   


ছেলের প্রেমিকাকে রাত জেগে পাহারা দিলেন বাবা

পানি পানে আসা কিশোরীকে ধর্ষণের পর হত্যা ও মাটিচাপা

কালো পোশাকে নতুন এক জয়া

সৌদি যাত্রীর ছোট ব্যাগ থেকে মিলল ৫ কেজি স্বর্ণ


কোথায় কার্ফিউ, কোথায় সেনা আর পুলিশ। ঢাকা তখন বাংলার ক্ষমতা তখন বাঙালীর। বঙ্গবন্ধুর নেতৃত্বের স্বাধীনতা সংগ্রাম ছিল, আমিত্বের নয়, আপামর মানুষের- বলছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব।

কিন্তু এখন এই বাংলাদেশে ভোটের অধিকার কোথায়?- জানতে চান স্বাধীন বাংলার পতাকা তুলে ধরা সেই ছাত্রনেতা আ স ম আব্দুর রব। তবুও তিনি আশা রাখেন, বলেন মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষই প্রতিষ্ঠা করবে।

news24bd.tv / কামরুল 

এই রকম আরও টপিক