একেবারে বাঘের মুখোমুখি শচিন টেন্ডুলকার ভিডিও ভাইরাল

একেবারে বাঘের মুখোমুখি শচিন টেন্ডুলকার ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

গত জানুয়ারিতে তাড়োবা সাফারি অভিযানে যান ভারতীয় সাবেক কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। সেখানকার একটি ভিডিও তিনি তার নিজের অফিসিয়াল টুইটার ও ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। ৪ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একেবারে বাঘের মুখোমুখি হয়েছেন শচিন।  

একেবারে সামনে থেকে বাঘ দেখার অভিজ্ঞতার ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

  

জিনিউজের খবরে বলা হয়, তাড়োবা টাইগার প্রকল্পে সাফারি অভিযানে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের পছন্দের জায়গা তাড়োবা। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঘুরতে গিয়েছিলেন তিনি।  


ছেলের প্রেমিকাকে রাত জেগে পাহারা দিলেন বাবা

পানি পানে আসা কিশোরীকে ধর্ষণের পর হত্যা ও মাটিচাপা

কালো পোশাকে নতুন এক জয়া

সৌদি যাত্রীর ছোট ব্যাগ থেকে মিলল ৫ কেজি স্বর্ণ


ভিডিওতে দেখা যায়, ঝোপঝাড়ের মধ্য দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছেন ভারতীয় এ কিংবদন্তি।

এক সময় হঠাৎ একটি বাঁশের কঞ্চি তার চোখের সামনে আসে।  বাউন্সার বল এড়িয়ে যাওয়ার মতো করেই তিনি সরে যান। সামান্য অসতর্কতাই বড় বিপদ সেখানে বয়ে আনতে পারতো। এভাবে গাছের ডালপালা এড়িয়ে গহীন জঙ্গলে তার ভ্রমণটি যে কেমন রোমাঞ্চিত ছিল তার বর্ণনাও তিনি তার ভিডিওতে বলেছেন।

news24bd.tv / কামরুল