দিনাজপুরে আইনজীবী সমিতির দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

দিনাজপুরে আইনজীবী সমিতির দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

Other

দিনাজপুরে আইনজীবি সমিতির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৭জন আইনজীবি। আজ বৃহস্পতিবার সকাল থেকে আদালত চত্ত্বরের আইনজীবি সমিতির সামনে সংবিধান সংরক্ষণ কমিটির ব্যনারে অবস্থান ও প্রতিকী অনশন কর্মসূচি আয়োজন করেন সাবেক আইনজীবি সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা।

পরে দুপুরে আইনজীবি সমিতির কনফারেন্স রুমে বর্তমান ও সাবেক দুই পক্ষের নেতৃবৃন্দর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ। এ সময় দুই পক্ষের কয়েকজন আইনজীবি আহত হয়।

আদালত চত্ত্বরে দিন ব্যাপী বেশ উত্তেজনা বিরাজ করে।

আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক নেতৃবৃন্দরা সংবিধান অনুযায়ী যথা সময়য়ে নির্বাচনের দাবি করে। অপরদিকে বর্তমান আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা এক বছর পরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানায়।

উল্লেখ্য গত বছর করোনার কারনে আইনজীবী সমিতির নির্বাচন মার্চের পরিবর্তে বিলম্ব হয়ে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছে।


বাজারে গ্যাস্ট্রিকের নকল ওষুধের ছড়াছড়ি (ভিডিও)

ছেলের প্রেমিকাকে রাত জেগে পাহারা দিলেন বাবা

কালো পোশাকে নতুন এক জয়া

সৌদি যাত্রীর ছোট ব্যাগ থেকে মিলল ৫ কেজি স্বর্ণ


news24bd.tv / কামরুল