পাশের কোয়াটারে থাকা নারীকে উত্ত্যক্ত করতেন ডিসি অফিসের সহকারী

পাশের কোয়াটারে থাকা নারীকে উত্ত্যক্ত করতেন ডিসি অফিসের সহকারী

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে ইভটিজিংয়ের দায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানান, রেজাউল করিম কোয়াটারে থাকেন। তার পাশের কোয়াটারে থাকা এক নারীকে ইভটিজিং করে আসতেন।

বিষয়টি ওই নারী জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করেন। তথ্য-প্রমাণের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করলে তিনি ইভটিজিংয়ের কথা স্বীকার করেন। পরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।


আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ধরা ২০ নারী

চুমু দিয়ে নারীদের সব রোগ সারিয়ে দেন ‘চুমুবাবা’

বুবলিকে ধাক্কা দেওয়া গাড়িটি ছিল ব্ল্যাক পেপারে মোড়ানো, ছিল না নম্বর প্লেট

অস্ত্রের মুখে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর দফায় দফায় ধর্ষণ

মেয়েকে তুলে নিয়ে মাকে রাত কাটানোর প্রস্তাব অপহরণকারীর

নাসির বিয়ে করেছেন আপনার খারাপ লাগে কেন?


আজ দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউর করিম জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন।

সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হবে বলেও জানান জেলা প্রশাসক মো. আতাউল গনি।

news24bd.tv তৌহিদ