রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা

Other

নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। প্রাকৃতিক দুর্যোগ না হলে ও সময়মতো গাছ পরিচর্যা করা হলে এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন ফল গবেষণা কেন্দ্র।

ফাগুনের মৃদু হাওয়ায় গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল।

বাগানজুড়ে ফুটন্ত মুকুলের এই শোভা আশা জাগিয়েছে কৃষক মনে। কারণ ধানের পরই আমের উপর বেশি ভরসা রাজশাহী অঞ্চলের চাষিদের।

আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ মাতোয়ারা করেছে মানুষকে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর বাগানগুলোর গাছে মুকুল আসা শুরু হয়েছে।

গাছের পুরো মুকুল ফুটতে আরও কয়েক সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন ফল গবেষকরা।


আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ধরা ২০ নারী

চুমু দিয়ে নারীদের সব রোগ সারিয়ে দেন ‘চুমুবাবা’

বুবলিকে ধাক্কা দেওয়া গাড়িটি ছিল ব্ল্যাক পেপারে মোড়ানো, ছিল না নম্বর প্লেট

অস্ত্রের মুখে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর দফায় দফায় ধর্ষণ

মেয়েকে তুলে নিয়ে মাকে রাত কাটানোর প্রস্তাব অপহরণকারীর

নাসির বিয়ে করেছেন আপনার খারাপ লাগে কেন?


আমের জন্য এখন আর, অফ ইয়ার বা অন ইয়ার নেই। গাছের পরিচর্যা করার কারণে প্রতি বছরই আমের ভালো ফলন পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগের পরামর্শে বাগান মালিকরাও পরিচর্যার প্রস্তুতি নিচ্ছেন।

ফল গবেষকের মতে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার রাজশাহী অঞ্চলে আমের বাম্পার ফলন হবে। গতবছর ঘূর্ণিঝড় আম্ফান ও করোনার প্রভাবে যে ক্ষতি হয়েছিল, এবার তা পুষিয়ে ওঠা সম্ভব হবে।

রাজশাহী অঞ্চলের চার জেলায় এবার আমচাষ হচ্ছে প্রায় ৮২ হাজার হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৭০০ মেট্রিক টন।

news24bd.tv তৌহিদ