‘ভূমিকম্পে পুরো বিছানা কেঁপে উঠেছে’
নিরাপদে বাংলাদেশ দল

‘ভূমিকম্পে পুরো বিছানা কেঁপে উঠেছে’

অনলাইন ডেস্ক

সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজল্যান্ডে গেছে বাংলাদেশ দল। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন চলছিল টাইগাদের। কোয়ারেন্টাইনের নবম দিনে বাঁধলো বিপত্তি। ভূমিকম্পে কেঁপে উঠলো গোটা নিউজিল্যান্ড।

ভূমিকম্পের সময় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অবস্থান করছিলেন ক্রাইস্টচার্চে।

স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) রাত ২টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ৪ মার্চ ৯টা ২৭ মিনিটে) এ ভূমিকম্প আঘাত হানে। সুনামি সতর্কতায় উপকূলীয় এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিতেও নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ মার্চ) প্রথমবারের মত অনুশীলন করেছে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন পালনের সুবাদে অচেনা পরিবেশে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছে মাহমুদউল্লাহ-তামিমদের। ভূমিকম্পের উৎপত্তি স্থল নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে। সেখান থেকে টিম হোটেল বেশ দূরে। প্রায় সাড়ে ৭০০ কিলোমিটারের পথ। এমন পরিস্থিতিতে মাঝরাতের ভূমিকম্প বেশ ভীতি জাগিয়েছে দলে।


অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে

সূরা কাহাফ তিলাওয়াতে রয়েছে বিশেষ ফজিলত

করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে

নামাজে মনোযোগী হওয়ার কৌশল


ক্রিকেটারদের অনেকেই ঘুমে ছিলেন, তাদের মধ্যে হাতেগোনা ক’জন টের পাননি। দেশের সাথে বিদেশ-বিভূঁইয়ের সময়ের পার্থক্যের কারণে যারা স্থানীয় সময় রাত আড়াইটায়ও ঘুমাতে পারেননি বা জেগে ছিলেন, তারা বেশ আতঙ্কিত হয়ে পড়েন।

নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার বলেন- ভূমিকম্প টের পেয়েছি। পুরো বিছানা কেঁপে উঠেছে। টেবিলে থাকা বোতল ও অন্যান্য জিনিসও কেঁপে উঠেছে। রুমে একাই ছিলাম। বাসায় এখনো জানাইনি, জানালে দুশ্চিন্তা করবে।

বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্রাইস্টচার্চের ডাবলট্রি বাই হিলটন হোটেলে। সেখানেই ক্রিকেটারদের নাওয়া-খাওয়া-ঘুম। করোনার কারণে বলয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। চাইলেই রিসোর্ট বা হোটেলের বাইরে চলে যাবেন, এমন পরিস্থিতিও নেই। এতসব বিধিনিষেধের মধ্যে মাঝরাতে ভূমিকম্প অনুভূত হওয়া আতঙ্কেরই বটে।

সফররত আরেক ক্রিকেটার জানালেন, মাঝরাতে সবকিছু কাঁপতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সবাই। তবে ঘুমে ছিলেন বলে তিনি টের পাননি।

নিরাপদে বাংলাদেশ দল
বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে। তবে সেখানে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এই ঘটনার কোনো ছাপ পড়েনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। ভূমিকম্পের সময় ক্রিকেটাররা ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।   নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, সবাই সুস্থ ও নিরাপদে আছেন।

news24bd.tv/আলী