কুয়েতে করোনারোধে দিনে ১২ ঘন্টার কারফিউ

কুয়েতে করোনারোধে দিনে ১২ ঘন্টার কারফিউ

অনলাইন ডেস্ক

কুয়েতে করোনার নতুন স্ট্রেইন বেড়ে যাওয়ায় আগামী রবিবার থেকে ১২ ঘন্টা কারফিউ দেওয়া হয়েছে। করোনারোধে দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৭ মার্চ থেকে ১ মাসের জন্য প্রতিদিন বিকাল ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

মন্ত্রীপরিষদের বৈঠকের বরাত দিয়ে স্থানী আরবী দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।

বাহিরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। লোক সমাগমের স্থান সমূহ পার্ক, বাংলো ইত্যাদি বন্ধ থাকবে।


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে টাকা দিবস

ইয়ার্ড সেলে মিললো ৪ কোটি টাকার মূল্যবান চীনামাটির পাত্র!

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)


এদিকে, কুয়েতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার৭১৬ জন।

সুস্থ হয়েছে ১ হাজার ১২৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৯৭ জন।  

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক