‘তুমি খু-উ-ব কাছে চলে আসছো’

‘তুমি খু-উ-ব কাছে চলে আসছো’

Other

‘hey, you’re getting a bit too close,’-‘হেই, তুমি খু-উ-ব কাছে চলে আসছো’। সহকর্মীর কাছাকাছি হতেই কেউ যেনো সতর্ক করে দিলো। হ্যাঁ, এটিই এখন টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কর্মরত প্রায় এক হাজার কর্মীর জন্য বাস্তবতা।

অনেকটা পেজারের মতো ছোট্ট একটি ডিভাইস।

ঠিক জামার সাথেই লাগিয়ে রাখা যায়।   কোভিডের সংক্রমণ থেকে এয়ারপোর্টে কর্মরত কর্মীদের রক্ষা করতে এই ডিভাইসের ব্যবহার শুরু করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

ডিভাইস সঙ্গে আছে এমন দুজন দুই মিটারের কাছাকাছি এলেই ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করে দেয়- ‘hey, you’re getting a bit too close,’. পরষ্পরের কাছ থেকে দুই মিটার দূরে থাকাটা কোভিড প্রতিরোধে অনুসরণীয় স্বাস্থ্যবিধি।


আরও পড়ুনঃ


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে টাকা দিবস

ইয়ার্ড সেলে মিললো ৪ কোটি টাকার মূল্যবান চীনামাটির পাত্র!

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)


এয়ারপোর্টের কর্মীরা কে কার কাছে গেছেন সেটা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডেড হয়ে থাকে এই ডিভাইসে।

কেউ কোভিডে আক্রান্ত হলে ডাটা দেখে সহজেই বের করে ফেলা যায় কার কার প্রতি মনোযোগ দিতে হবে।

news24bd.tv / নকিব