নেত্রকোনায় কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের জেল

নেত্রকোনায় কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের জেল

নেত্রকোনা প্রতিনিধি

পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার দূর্গাপুরে কৃষক ইসমাইল হোসেনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবনসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা জজ আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন বাকলজোরা ইউনিয়নের সারিগ্রাও গ্রামের আব্দুর রজ্জাকের ছেলে আলীম উদ্দিন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই গ্রামে ইলিয়াস ও আজিজুল।

বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে নেত্রকোনা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ জানান,  জেলার দূর্গাপুর উপজেলার বাকলজোরা ইউনিয়নের সারিগ্রাও গ্রামের ইসমাইল হোসেনের সাথে একই গ্রামের আলীম উদ্দিন গংদের পূবশত্রুতা চলে আসছিল। এরই জেরে ২০১৩ সালের ১ জানুয়ারি রাতে ইসমাইল হোসেনের ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরবর্তীতে ৩ জানুয়ারি নিহতের স্ত্রী জমিলা খাতুন বাদী হয়ে দূর্গাপুর থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১০ জুন আদালতে চার্জশিট দাখিল করে।

১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

সম্পর্কিত খবর