ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কিছু দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তার জন্য প্রয়োজনীয় একটি আইন। কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, যা আপনারা চাচ্ছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর আইনমন্ত্রী স্থানীয় একটি জনসভায় বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন, তা হলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে।

আইনমন্ত্রী বলেন, আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে।

বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

আরও পড়ুন:


হরকাতুল জিহাদের অপারেশন শাখার প্রধানসহ ৩ সদস্য গ্রেপ্তার

দেশে আরেকটি ১৫ আগষ্ট ঘটানোর ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

মানুষের কাতারে পড়ে না আওয়ামী লীগ: গয়েশ্বর

মহাখালী বাসস্ট্যান্ডে সারারাতই থাকে ছিন্নমূল মানুষের আনাগোনা


সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশ এখনও টিকা দিতে সক্ষম হয়নি। আমাদের সরকার জনগণের জন্য টিকার যোগান দিয়েছে। আপনারা টিকা নিন, ভালো থাকুন। ’

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ইউএনও মোহাম্মদ নূর-এ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  

news24bd.tv আহমেদ