আইনমন্ত্রীর সামনেই দুই মেয়র প্রার্থীর মধ্যে সংঘর্ষ

আইনমন্ত্রীর সামনেই দুই মেয়র প্রার্থীর মধ্যে সংঘর্ষ

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মিছিল করাকে কেন্দ্র করে দুই পৌর মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া এর সত‌্যতা নিশ্চিত করেছেন।

দুই প্রার্থী হলেন- বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ। তারা দুইজন আসন্ন কসবা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

আরও পড়ুন:


ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

হরকাতুল জিহাদের অপারেশন শাখার প্রধানসহ ৩ সদস্য গ্রেপ্তার

দেশে আরেকটি ১৫ আগষ্ট ঘটানোর ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

মানুষের কাতারে পড়ে না আওয়ামী লীগ: গয়েশ্বর


স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকাল ১১টায় উপজেলা পরিষদে আইনমন্ত্রীর উপস্থিতিতে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়।

এ সময় জুয়েলের সমর্থকদের সঙ্গে আজিজের সমর্থকদের মিছিলের মধ্যে ধাক্কা লাগে। এক পর্যায়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে।

এতে ঠিক কতজন আহত হয়েছেন, তা জানা যায়নি।   এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

news24bd.tv আহমেদ