বিজ্ঞাপন ‘ট্রাকিং’ নিয়ে গুগলের নতুন সিদ্ধান্ত

বিজ্ঞাপন ‘ট্রাকিং’ নিয়ে গুগলের নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহারকারীদের পর্যবেক্ষণ করতে নতুন করে কোনো ট্রেকিং সিস্টেম আনা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে গুগল।

বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন বেঁচা-কেনা বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের (এডসেন্স ও এডওয়ার্ড) পাশাপাশি সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারটিও (ক্রোম) তাদের। অন্যান্য ব্রাউজারের মতো অবশেষে তারাও থার্ড পার্টি ট্র্যাকিং কুকি পরিহার করছে।


আরও পড়ুনঃ


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে টাকা দিবস

ইয়ার্ড সেলে মিললো ৪ কোটি টাকার মূল্যবান চীনামাটির পাত্র!

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)


গুগলের এই বিষয়টির ওপর নজর রাখছে ব্রিটিশ কম্পিটিশন অ্যান্ড মার্কেট অথোরিটি।

গত জানুয়ারিতে গুগল তাদেরকে জানিয়েছে, যেসব কুকির মাধ্যমে ব্যবহারকারীদের ব্রাউজিং সংক্রান্ত খুব কম তথ্যই বিজ্ঞাপনদাতাদের সঙ্গে বিনিময় করা যায়, সেগুলোকে মুছে ফেলার পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপনের বাজার ও সংবাদমাধ্যমের সাইটের ওপর এই সিদ্ধান্ত বেশ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক