কয়লা নিয়ে ঢুবে যাওয়া কার্গো উদ্ধারের কাজ ৬ দিনেও শুরু হয়নি
মোংলা বন্দরে

কয়লা নিয়ে ঢুবে যাওয়া কার্গো উদ্ধারের কাজ ৬ দিনেও শুরু হয়নি

অনলাইন ডেস্ক

৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে ডুবে যায় একটি কার্গো। মোংলা বন্দরের পশুর চ্যানেলের কানাইনগর-বানীশান্তা এলাকায় তলা ফেলে এই দুর্ঘটনা ঘটে।  

ঘটনার ৬ দিনেও শুরু হয়নি পশুর চ্যানেলে কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধারের কাজ। তবে এ সময় জাহাজের মাস্টারসহ ১২ জন নাবিক সাঁতরে নদীর কুলে উঠে যায়।

এ ঘটনার ৬ দিন পার হয়ে গেলেও জাহাজটির ভেতরে থাকা কয়লা ও জাহাজ উদ্ধার কাজ শুরু করতে পারেনি মালিকপক্ষ।  


 ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!

অস্ত্রের মুখে জিম্মি করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু- শনাক্তের সর্বশেষ তথ্য

মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা


মালিকপক্ষ বলছে, প্রাথমিক পর্যায়ে ডুবন্ত জাহাজের ভেতর থেকে কয়লা উত্তোলন করতে হবে, পরে খালি হলে জাহাজটি তোলা হবে। কয়লা উত্তোলনের জন্য একটি ক্রেন আনা হলেও সেটি ছোট ও ক্ষমতা কম হওয়ায় সেটি বাদ নিয়ে এখন বড় এবং বেশি ক্ষমতা সম্পন্ন ক্রেন আনা হচ্ছে।  

যার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।

তবে কবে নাগাদ কাজ শুরু করতে পারবেন তা নিশ্চিত করতে পারেনি মালিকপক্ষের প্রতিনিধিরা।

news24bd.tv / কামরুল