নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা

নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা

Other

জমে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের ভোটের লড়াই। প্রথম দল হিসেবে ২০২১ সালের বিধানসভার তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার নন্দীগ্রাম থেকে লড়ছেন মমতা, তবে তাঁকে প্রার্থী হিসেবে পাচ্ছে না ভবানীপুর। তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছে ৪২ জন মুসলিম প্রার্থী।

তালিকায় রাখা হয়েছে ৫০ জন মহিলা প্রার্থীকেও।


আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ধরা ২০ নারী

চুমু দিয়ে নারীদের সব রোগ সারিয়ে দেন ‘চুমুবাবা’

বুবলিকে ধাক্কা দেওয়া গাড়িটি ছিল ব্ল্যাক পেপারে মোড়ানো, ছিল না নম্বর প্লেট

অস্ত্রের মুখে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর দফায় দফায় ধর্ষণ


এছাড়া তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক তারকা মুখ। অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে।

অভিনব এই প্রার্থীতালিকা থেকে বাদও পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থীরাও। আগামী ৯ মার্চ ইস্তেহার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

news24bd.tv তৌহিদ