পোপ ফ্রান্সিস ইরাকে

পোপ ফ্রান্সিস ইরাকে

Other

ইরাকে ঐতিহাসিক সফরে রয়েছেন খ্রীস্টান প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত তিনদিনের এ সফরে আজ রোম থেকে ইরাক পৌছেছেন পোপ।  

গেল ২০ বছরে বিভিন্ন সহিংসতার জেরে কয়েক লাখ খ্রীস্ট ধর্মবলম্বী্ ইরাক ছেড়ে পালিয়ে গেছে। এছাড়াও গেল কয়েকবছরে ইসলামিক জঙ্গী গোষ্ঠী আইএস এর সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে ইরাকের স্থানীয় খ্রীস্টানরা।

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিসহ, সাম্প্রতিক সপ্তাহগুলিতে বিভিন্ন সন্ত্রাসী হামলাও বেড়েছে ইরাকে। এমন অবস্থায় পোপ ফ্রান্সিসের এ সফর খৃস্টান সম্প্রদায়কে আরো উজ্জীবিত করবে বলে আশা করছেন স্থানীয়রা।

পোপের সফর উপলক্ষে এরইমধ্যে সেখানে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী বাগদাদ এবং সেখানকার গীর্জায় বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষী।

এছাড়া পোপের কথা শোনার জন্য ফ্রানসো হারিরি স্টেডিয়ামকে চলছে বিশাল জনসমাবেশ আয়োজনের প্রস্তুতি।


 ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!

অস্ত্রের মুখে জিম্মি করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু- শনাক্তের সর্বশেষ তথ্য

মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা


news24bd.tv / কামরুল