বছরে কতো খাবার অপচয় হয়?

বছরে কতো খাবার অপচয় হয়?

Other

বিশ্বে প্রতি বছর ৯০ কোটি টনের বেশি খাদ্যের অপচয় করছে মানুষ। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রকাশিত এক অপচয় সূচক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিবছর বিশ্বে একজন মানুষ গড়ে ৭৪ কেজি খাদ্য অপচয় করে। অধিকাংশ অপচয়ের ঘটনাই বাসা-বাড়িতে ঘটে।

খাদ্য সরবরাহ প্রতিষ্ঠানে ৫ শতাংশ এবং খুচরা দোকানগুলোতে ২ শতাংশ অপচয় হয়।

বৈশ্বিকভাবে মাথাপিছু খাবার অপচয়ের পরিমান ১২১ কেজি। যার মধ্যে ৭৪ কেজিই বাড়িতে হয়। ধনী গরিব সব দেশেই খাদ্য অপচয়ের হার সমান বলে জানানো হয়েছে এ প্রতিবেদনে।

এর আগে ২০১৯ সালে প্রায় ৯৩ কোটি ১০ লাখ টন খাদ্য অপচয় হয়েছে বিশ্বজুড়ে।


 ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!

অস্ত্রের মুখে জিম্মি করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু- শনাক্তের সর্বশেষ তথ্য

মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা


news24bd.tv / কামরুল 

এই রকম আরও টপিক