দুই মাসে রপ্তানি ১০ হাজার মেট্রিক টন আলু

Other

আলু উৎপাদন মৌসুমের শুরুতেই দুই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ১০ হাজার মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই,  আবুধাবিতে আলু ও বাঁধাকপি রপ্তানি করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের  বিভিন্ন দেশে এসব পণ্যের চাহিদা বেড়েছে বলে জানালেন  রপ্তানিকারকরা। আলু ও বাঁধাকপির নায্য দাম পেয়ে খুশী কৃষকরা।

 

চট্টগ্রামসহ সারাদেশে উৎপাদিত আলু ও বাধাকপির কদর বেড়েছে বিশ্ববাজারে। আলু উৎপাদন মৌসুমের শুরুতেই  চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি করা  হয়েছে ১০ হাজার  মেট্রিকটনেরও বেশি। একই সাথে রপ্তানি  করা হচ্ছে বাঁধাকপিও।

বিশ্ববাজারে এদেশের  সবজির সুনাম ধরে রাখতে রপ্তানির আগে এসব পণ্য বিষমুক্ত কিনা তা পরীক্ষা-নিরীক্ষাও করা হয়।

মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাইসহ মধ্যপ্রাচ্যের  বিভিন্ন দেশে এসব পণ্যের চাহিদা বেড়েছে বলে জানালেন এই রপ্তানিকারক।


আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ধরা ২০ নারী

চুমু দিয়ে নারীদের সব রোগ সারিয়ে দেন ‘চুমুবাবা’

বুবলিকে ধাক্কা দেওয়া গাড়িটি ছিল ব্ল্যাক পেপারে মোড়ানো, ছিল না নম্বর প্লেট

অস্ত্রের মুখে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর দফায় দফায় ধর্ষণ


তবে চলতি মৌসুমে আলু  ও বাঁধাকপির নায্য দাম পেয়ে খুশি কৃষকরা।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে, দেশে ৪০ লাখ টন আলুর চাহিদার বিপরীতে গড়ে প্রায় ৮০ লাখ টন আলু উৎপাদিত হচ্ছে।

news24bd.tv নাজিম