ওষুধের ব‍্যাপারে সেইফটি প্রোটকল ব‍্যবহার করা উচিত

রউফুল আলম

ওষুধের ব‍্যাপারে সেইফটি প্রোটকল ব‍্যবহার করা উচিত

Other

প্রেসক্রিপশন ড্রাগের (ওষুধ) বোতলে রোগীর নাম, ঠিকানা, ডাক্তারের নাম ইত‍্যাদি বিস্তারিত তথ‍্য থাকাটা হলো নিরাপদ। এটা হলো মাল্টি-লেয়ার সেইফটি এপ্রোচ।  

কেউ যেন ভুল ওষুধ বিতরণ না করে এবং কোন রোগী যেনো ভুল করে ভুল ওষুধ সেবন না করে, সে জন্য সতর্কতা অবলম্বনের চেষ্টা করা। উন্নত দেশগুলোতে এই এপ্রোচটা ফলো করা হয়।

যেমন, আমেরিকায় একটা প্রেসক্রিপশন ড্রাগের বোতলে রোগীর নাম, ঠিকানা থাকে। যে ডাক্তার প্রেসক্রাইব করেছে তার নাম থাকে। যে ফার্মাসিস্ট ওষুধটা দিয়েছে তার নাম থাকবে।  


আমি সত্যের পক্ষে থাকব, সত্যেও কথা বলব: এমপি একরাম

তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা; সাহসী উদ্যোগ বৈশাখী টিভির

দলের শৃঙ্খলা ভঙ্গে ছাড় দেবে না আওয়ামী লীগ: হানিফ

যে কারণে বুড়ো সাজলেন রনবীর


এমনকি ট‍্যাবলেট বা ক‍্যাপসুলে বিভিন্ন কোড দিয়ে সেটাকে ইউনিক করা হয় এবং সেই তথ‍্যটা লেবলে দেয়া থাকে।

যেমন, এই বোতলের প্রতিটি ট‍্যাবলেটের এক পাশে CIPLA এবং অন‍্যপাশে 159 লেখা আছে।  

news24bd.tv

ওষুধের ব‍্যাপারে আমাদের দেশেও বিভিন্ন প্রকার সেইফটি প্রোটকল ব‍্যবহার করা উচিত। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন ও বিক্রয় ধীরে ধীরে সীমাবদ্ধ করার চেষ্টা করা উচিত। এটা গণমানুষের নিরাপদ স্বাস্থ্যের জন্য জরুরি।

রউফুল আলম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র।