ইরাকে ঐতিহাসিক সফরে পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক

ইরাকে ঐতিহাসিক সফরে রয়েছেন খ্রিস্টান প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত তিনদিনের এ সফরে আজ রোম থেকে ইরাক পৌঁছেছেন পোপ।  

গেলো ২০ বছরে বিভিন্ন সহিংসতার জেরে কয়েক লাখ খ্রিস্ট ধর্মবলম্বী্ ইরাক ছেড়ে পালিয়ে গেছে। এছাড়াও গেলো কয়েকবছরে ইসলামিক জঙ্গী গোষ্ঠী আইএস এর সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে ইরাকের স্থানীয় খ্রিস্টানরা।

 

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিসহ, সাম্প্রতিক সপ্তাহগুলিতে বিভিন্ন সন্ত্রাসী হামলাও বেড়েছে ইরাকে। এমন অবস্থায় পোপ ফ্রান্সিসের এ সফর খ্রিস্টান সম্প্রদায়কে আরো উজ্জীবিত বোধ করবে বলে আশা করছেন স্থানীয়রা।  


আমি সত্যের পক্ষে থাকব, সত্যেও কথা বলব: এমপি একরাম

তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা; সাহসী উদ্যোগ বৈশাখী টিভির

দলের শৃঙ্খলা ভঙ্গে ছাড় দেবে না আওয়ামী লীগ: হানিফ

যে কারণে বুড়ো সাজলেন রনবীর


পোপের সফর উপলক্ষে এরইমধ্যে সেখানে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী বাগদাদ এবং সেখানকার গীর্জায় বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষী।

 

এছাড়া পোপের কথা শোনার জন্য ফ্রানসো হারিরি স্টেডিয়ামকে চলছে বিশাল জনসমাবেশ আয়োজনের প্রস্তুতি।    

news24bd.tv নাজিম