মৌলিক অধিকার থেকেও বঞ্চিত তারা পথশিশু

নিজস্ব প্রতিবেদক

নেই সামাজিক পরিচয়। মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। এরপরও সমাজের একশ্রেনীর মানুষ স্বপ্নদেশে বড় কিছুর। তারা পথশিশু।

এদের কেউ হতে চায় ডাক্তার, কেউ পাইলট, কেউ বা খুঁজছে মায়ের স্বপ্ন পূরণের পথ। আর এজন্য সরকারের পাশাপাশি সমাজের সবার সহযোগীতা চায় তারা।  

বাস্তবতা যাই হোক চঞ্চল এই প্রাণগুলোর চোখেও স্বপ্ন খেলে। সুনাগরিক হিসেবে একদিন দেশকে নেতৃত্ব চায় সমাজের সুবিধা বঞ্চিত এ শিশুরা।

যাদের নেই কোন সামাজিক পরিচয়, পূর্ণ হয় না মৌলিক অধিকারটুকুও।

শুক্রবার দুপুরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার আমন্ত্রণে সমাজের সুবিধাগুলো থেকে বঞ্চিত এই শিশুরা আসে তার সরকারি বাসভবনে অতিথি হয়ে। মূহূর্তেই মুখরিত হয় উঠে পুরো প্রাঙ্গণ।


ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!

অস্ত্রের মুখে জিম্মি করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু- শনাক্তের সর্বশেষ তথ্য

মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা


মধ্যাহ্ন ভোজের আগে কোমলমতি ছিন্নমূল শিশুদের সুন্দর ভবিষ্যত কামনায় প্রার্থনা করেন ডেপুটি স্পিকার।

আর সমাজের সব পর্যায় থেকে বিন্দু বিন্দু সহযোগীতা এসব শিশুর ভবিষ্যত নিশ্চিত করতে পারে, মনে করেন তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীরা।

ছায়াতল বাংলাদেশ নামের সংগঠন বর্তমানে পাঠদানে কাজ করছে এমন শতাধিক পথশিশুর।

news24bd.tv / কামরুল