সমতায় ফিরলো শ্রীলঙ্কা

সমতায় ফিরলো শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

আগের ম্যাচে কাইরন পোলার্ড ঝড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল উইন্ডিজ। এবার স্বাগতিকদের একই দশা করলো শ্রীলঙ্কাও। শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৩ রানে জিতেছে শ্রীলঙ্কা। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো সফরকারীরা।

আগামী সোমবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। ওই ম্যাচে নির্ধারণ হবে সিরিজের ভাগ্য।

আজ অ্যান্টিগায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ বলে ৫৬ রান করেন ওপেনার দানুশকা গুনাথিলাকা।

আরেক ওপেনার পাথুম নিসানকাও ভালো ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে আসে ৩৭ রান।

জবাব দিতে নেমে ১১৭ রানেই অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারেননি গেইল। ১৬ বলে ১৬ রান করেন তিনি। বাকিরাও ব্যাট হাতে দায়িত্ব নিতে পারেননি।


‘চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যয়নের আগে একান্তে সময় কাটাই’

শেবাগ-শচিনের জুটিই হারিয়ে দিল বাংলাদেশকে

মন্ত্রী ও বিধায়ককে বাদ দিয়ে প্রার্থী চূড়ান্তে মমতার চমক!

শনিবার ঢাকার যে এলাকায় যাবেন না


সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৬০/৬ (গুনাথিলাকা ৫৬, নিসানকা ৩৭, চান্দিমাল ৩, ম্যাথিউস ১৩, বান্দারা ২১, থিসারা ২, হাসারাঙ্গা ১৯*, ডিকভেলা ০*; এডওয়ার্ডস ২-০-১৯-০, সিনক্লেয়ার ৪-০-৩২-০, হোল্ডার ৪-০-৩৬-১, ম্যাককয় ৪-০-৩৪-১, ব্রাভো ৪-০-২৫-২, অ্যালেন ২-০-১১-০)।

ওয়েস্ট ইন্ডিজ : ১৮.৪ ওভারে ১১৭ (সিমন্স ২১, লুইস ৬, গেইল ১৬, পুরান ৮, হোল্ডার ৯, ব্রাভো ২, পোলার্ড ১৩, অ্যালেন ১২, সিনক্লেয়ার ৩, ম্যাককয় ২৩, এডওয়ার্ডস ১*; দনাঞ্জয়া ৪-০-১৩-১, চামিরা ৪-০-২৬-২, থিসারা ২-০-৪২-০, হাসারাঙ্গা ৪-০-১৭-৩, সান্দাক্যান ৩.৪-০-১০-৩, গুনাথিলাকা ১-০-৮-১)।

ফল : শ্রীলঙ্কা ৪৩ রানে জয়ী।

সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা।

ম্যান অব দ্য ম্যাচ : ভানিদু হাসারাঙ্গা।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক