ইরানে যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা

ইরানে যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা

অনলাইন ডেস্ক

ইরানের অভ্যন্তরীণ রুটের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। তবে বিমানের নিরাপত্তার দায়িত্বে থাকা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

ইরানি গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এয়ারের একটি ফকার-১০০ যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের উদ্দেশ্যে উড্ডয়ন করে।


আরও পড়ুনঃ


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

লবণ প্রাসাদ ‘পামুক্কালে’

ইয়ার্ড সেলে মিললো ৪ কোটি টাকার মূল্যবান চীনামাটির পাত্র!

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)


বিবৃতিতে বলা হয়, অপহরণ প্রচেষ্টাকারী ব্যক্তি বিমানটিকে পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত কোনো আরব দেশে নিয়ে যেতে চেয়েছিলেন। আইআরজিসি আরও বলেছে, বিমানটির সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদেরকে বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।

বিমান ছিনতাই প্রচেষ্টার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক