নিউজিল্যান্ডে ফের ভূমিকম্প, জনমনে আতঙ্ক

নিউজিল্যান্ডে ফের ভূমিকম্প, জনমনে আতঙ্ক

অনলাইন ডেস্ক

৪৮ ঘণ্টার ব্যাবধানে আবারও চতুর্থ দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো নিউজিল্যান্ডে। শনিবার দেশটির নর্থ আইল্যান্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। জিসবর্ন শহরের পূর্ব উপকূলে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

 

শক্তিশালী পরপর তিনটি ভূমিকম্পের আতঙ্ক এখনও সবার মন থেকে কাটেনি। এর মধ্যেই দেশটিতে আঘাত হেনেছে চতুর্থ ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ১৬ মিনিটে জিসবর্ন থেকে ১৮১ কিলোমিটার উত্তরপূর্বে আঘাত হানে ভূমিকম্পটি।

এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত ৯ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন:


ডিজিটাল আইন বাতিলে লাভ কি?

আবারও স্বর্ণের দরপতন, ৯ মাসের মধ্যে সর্বনিম্ন দাম

রণবীরের সঙ্গে ক্যাটরিনার খোলামেলা ছবি বিশ্বাস হয়নি সালমানের

রানার গ্রুপে চাকরির সুযোগ


তাৎক্ষণিকভাবে শনিবারের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিন সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে শক্তিশালী কম্পনের জেরে স্থানীয়দের মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, গত শুক্রবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী তিনটি ভূকিমম্প আঘাত হানে নিউজিল্যান্ডে। এর প্রভাবে দেশটির বিশাল অংশে জারি করা হয় সুনামি সতর্কতা।

news24bd.tv আহমেদ