ইমরানই থাকছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরানই থাকছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

মাত্র ৬ ভোটের ব্যবধানে পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে জিতেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

আস্থা ভোটে জেতার জন্য ইমরানের প্রয়োজন ছিল ১৭২ ভোট, তিনি পেয়েছেন ১৭৮ ভোট।

তবে বিরোধীদল এই ভোটের ফলাফল বর্জন করেছে। সরকারের অর্থমন্ত্রী সিনেট আসনে এ সপ্তাহের প্রথমদিকে হেরে যাওয়ার পর ইমরান খান নিজে থেকেই সংসদে আস্থা ভোটের আয়োজন করেন।


আরও পড়ুনঃ


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

লবণ প্রাসাদ ‘পামুক্কালে’

ইয়ার্ড সেলে মিললো ৪ কোটি টাকার মূল্যবান চীনামাটির পাত্র!

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)


এই ভোটে হেরে গেলে আগেই পদত্যাগের ঘোষণা দিয়ে রেখেছিলেন ইমরান খান। ফলে এই জয়ে এ যাত্রায় পদত্যাগ করতে হচ্ছে না পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়কে।

news24bd.tv / নকিব