ইসরাইলে কনসার্ট করে দেয়া হল করোনার টিকা

ইসরাইলে কনসার্ট করে দেয়া হল করোনার টিকা

অনলাইন ডেস্ক

ফুটবল স্টেডিয়ামে কনসার্ট আয়োজন করে সেখানে কয়েকশ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। গত শুক্রবার ইসরাইলের তেলআবিবে এই ঘটনা ঘটে।

স্থানীয় পৌরসভা এই কনসার্টের আয়োজন করে। এরকম আরও তিনটি কনসার্টের আয়োজন করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরাইলি পপ তারকা ইভরি লাইডারের অনুষ্ঠানে অংশ নিতে ৩০ হাজার মানুষ ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের মাঝখানে মাস্ক পরিহিত ৫০০ ভক্তকে বসে থাকতে দেখা যায়।


আরও পড়ুনঃ


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

লবণ প্রাসাদ ‘পামুক্কালে’

ইয়ার্ড সেলে মিললো ৪ কোটি টাকার মূল্যবান চীনামাটির পাত্র!

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)


এ তারকা মাঠে পৌঁছানোর পর রিউত গোফার বলেন, অনুষ্ঠানটি সত্যিই মনোমুগ্ধকর। আমি অনেক খুশি। আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরার ক্ষেত্রে এটি সবেমাত্র শুরু বলে আমি আশা করছি।

উল্লেখ্য, ৩ দফা লকডাউনের পর গত ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয় ইসরাইল।

news24bd.tv / নকিব