শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ ৭ দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ ৭ দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহীতে ব্যবসায়ী ঐক্য পরিষদ। আজ সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন তারা।  

সংগঠনের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।  

কর্মসূচিতে বক্তারা সাত দফা বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।


কুমিরের পেট থেকে বের করা হচ্ছে আস্ত মানুষ (ভিডিও)

প্রেমের বিয়ের ৪ মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাক্‌স্বাধীনতা সুরক্ষিত রাখতে মানবাধিকার সংস্থাগুলোর আহ্বান

চুম্বনের দৃশ্যের আগে ফালতু কথা বলতো ইমরান : বিদ্যা


সাত দফা দাবিগুলো হলো- অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ব্যবসা পরিস্থিতি স্বাভাবিক করা, ব্যবসায়ীদের স্বার্থবিরোধী যখন-তখন মেলার আয়োজন বন্ধ করা, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়ন ফি সহনীয় মাত্রায় রাখা ও সাইনবোর্ড ফি প্রত্যাহার; আঁকাবাকা রাস্তা সোজা করা, উন্নয়নের নামে হুটহাট দোকানপাট-মার্কেট ভাঙা বন্ধ করা এবং রাজশাহী পাটকল ও চিনিকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগের মতোই চালু রাখা।

news24bd.tv নাজিম