শর্তসাপেক্ষে খুলতে পারে ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট

শর্তসাপেক্ষে খুলতে পারে ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট

অনলাইন ডেস্ক

সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর কয়েক মাস ধরে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ইউটিউব। তবে এই নিষেধাজ্ঞা সরানো হবে বলে ইউটিউবের তরফ থেকে আশ্বাস পাওয়া গেছে। তবে এর জন্য জুড়ে দেওয়া হয়েছে শর্তও।

ইউটিউবের প্রধান নির্বাহী সুসান ওজস্কি এ ব্যাপারে জানান, ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি ট্রাম্পের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

তবে তার আগে নিশ্চিত করতে হবে, তার মাধ্যমে (প্রচারণা বা অন্য কোনোভাবে) সহিংসতার হুমকি কমে এসেছে কিনা।

বৃহস্পতিবার আটলান্টিক কাউন্সিলের এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তবে তিনি এও বলেন, ট্রাম্পের কর্মকাণ্ড এমন পর্যায়ে এখনো যায়নি যে তাকে স্থায়ীভাবে ইউটিউবে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ তার অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি সাময়িক।


আরও পড়ুনঃ


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

লবণ প্রাসাদ ‘পামুক্কালে’

ইসরাইলে কনসার্ট করে দেয়া হল করোনার টিকা

৪ প্রেমিককে নিয়ে পালালো তরুণী, লটারিতে বেছে নিলেন বর


৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে সহিংসতা ও উত্তেজনা ছড়িয়ে ট্রাম্পের প্রচারণার প্রেক্ষিতে অন্যান্য সামাজিক মাধ্যম ফেইসবুক ও টুইটারের মতো ইউটিউবও তার অ্যাকাউন্ট সাময়িকভাবে বাতিল করে দেয়। ইউটিউব এ ব্যাপারে তখন যুক্তি দেয়, ট্রাম্প সাইটটির নীতিমালা লঙ্গন করেছেন।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক