ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন: ডা. জাফরুল্লাহ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন: ডা. জাফরুল্লাহ

Other

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন বা পরিমার্জন নয় পুরোপুরি বাতিল করা উচিত বলে মনে করেন দেশের দুই বিশিষ্ঠজন ড. কামাল হোসেন ও ডা. জাফরুল্লাহ। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত পৃথক দুই অনুষ্ঠানে এই দাবি জানান তারা।

সকালে এনডিপির এক সমাবেশে স্বাধীনতা দিবসের আগেই এই আইন বাতিলের দাবি জানান ডা. জাফরউল্লাহ। বিকেলে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে একই দাবি জানিয়ে ড. কামাল বলেন স্বাধীন মত প্রকাশের বড় বাঁধা এই আইনটি।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আটক লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয় গত ২৫ ফ্রেব্রয়ারি। তার মৃত্যুর পরই জোরালো হয় আইনটি বাতিলের দাবি। এরই মধ্যে বাতিলের দাবিতে রাজপথে সরব বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি।

অনুষ্ঠানে যোগ দিয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন মুক্তমনা মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরতেই এই আইন।


আরও পড়ুনঃ


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

লবণ প্রাসাদ ‘পামুক্কালে’

ইসরাইলে কনসার্ট করে দেয়া হল করোনার টিকা

৪ প্রেমিককে নিয়ে পালালো তরুণী, লটারিতে বেছে নিলেন বর


বিকেলে জাতীয় প্রেসক্লাবে একই বিষয়ে সংবাদ সম্মেলন করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। অতিসত্বর এই আইন বাতিলের দাবি করেন তিনি।

ড. কামাল বলেন, সরকারের সকল অপকর্ম তুলে ধরতে রমজানের আগেই দেশব্যাপী গণসংযোগ শুরু করবে গনফোরাম সভাপতি।

news24bd.tv / নকিব