গান দিয়ে করোনা ঠেকানোর ব্যাতিক্রম উদ্যোগ

গান দিয়ে করোনা ঠেকানোর ব্যাতিক্রম উদ্যোগ

Other

ভেনেজুয়েলার বারকুইসিমাতো শহরে অভিনব কায়দায় করোনা মহামারি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ভাইরাসটি প্রতিরোধে এবার সেখানে ব্যবহার করা হচ্ছে অর্কেস্ট্রা। প্রায় ১৬ জন মিউজিয়ান ট্রাকে ওপর বাদ্যযন্ত্র বাজিয়ে আশপাশের মানুষদের ভ্যাকসিন নেওযার জন্য অনুপ্রাণিত করেন।   

বারকুইসিমাতো শহরে বসবাসকারী ভেনিজুয়েলায়ানদের অর্কেস্ট্রা বাজিয়ে অর্থাৎ সংগীতের মাধ্যমে করোনার ভ্যাকসিনের প্রদানের উৎসাহ যোগাচ্ছেন।

  


কুমিরের পেট থেকে বের করা হচ্ছে আস্ত মানুষ (ভিডিও)

প্রেমের বিয়ের ৪ মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাক্‌স্বাধীনতা সুরক্ষিত রাখতে মানবাধিকার সংস্থাগুলোর আহ্বান

চুম্বনের দৃশ্যের আগে ফালতু কথা বলতো ইমরান : বিদ্যা


মহামারী থেকে বাঁচতে দক্ষিণ আমেরিকার এই দেশটি শৈল্পিক ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছেন অর্কেস্ট্রার পরিচালক। ট্রাকের ওপর মিউজিশিয়ানরা তাদের ভিন্ন ভিন্ন ইন্সট্রুমেন্ট বাজাতে থাকে। রাস্তার পাশে সাধারণ মানুষ বিল্ডিয়ের বাসিন্দারা মোবাইলে দৃশ্যধারণে করে সামাজিক যোগাযোগে ছড়িয়ে দেয়।

অন্যদিকে, ব্রিটিশ টিভির রিয়েলেটি তারকা মেগান ম্যাককেননা তার নতুন সিঙ্গেল গান দিজ এবং হোল জার্নি অফ মি অনেকের জীবনের দীর্ঘ লালিত স্বপ্নের কথা তুলে এনেছেন।

  ম্যাক কেননা এবং অ্যামি ওয়াজের যৌথভাবে লেখা গানটি স্টোরি অফ মি ২০১৯ সালে দ্যা এক্স ফ্যাক্টর: সেলিব্রিটি’র ফাইনালেও পরিবেশন করা হয়।

news24bd.tv / কামরুল