প্রথমবারের মতো ৭ ই মার্চ উদযাপিত হবে জাতীয় দিবস হিসাবে

প্রথমবারের মতো ৭ ই মার্চ উদযাপিত হবে জাতীয় দিবস হিসাবে

Other

ঐতিহাসিক ৭ মার্চকে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসাবে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অন্যদিকে-আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের- বিএনপি-র ৭ মার্চের কর্মসূচি পালনকে ভন্ডামি হিসেবে দেখছেন। আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

স্বাধীনতার সুবর্নজয়ন্তীর বছরে ঐতিহাসিক ৭ মার্চ পালনকে নিয়ে ভিন্নভাবে ভাবছে সরকার।

এই দিবস উদযাপনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি-আয়োজন।

শনিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংসবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বলেন-প্রথমবারের মত ৭ মার্চ উদযাপিত হবে জাতীয় দিবস হিসেবে।

এরইমধ্যে বিএনপিরও- ৭ মার্চ উদযাপনের ঘোষণা দিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির কর্মসূচি লোক দেখানো-ভন্ডামি। শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথসভায় ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।


কুমিরের পেট থেকে বের করা হচ্ছে আস্ত মানুষ (ভিডিও)

প্রেমের বিয়ের ৪ মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গান দিয়ে করোনা ঠেকানোর ব্যাতিক্রম উদ্যোগ

দেশে বাজারে আবারও কমছে স্বর্ণের দাম


অন্যদিকে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন- তদন্ত সাপেক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

news24bd.tv / কামরুল