ঢাকনা নেই ড্রেনে; মশা বাড়ছে প্রতিদিন

Other

বলা হয় মশার বড় প্রজনন স্থলগুলোর মধ্যে সিটি কর্পোরেশনের ড্রেন একটি। কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭৫ শতাংশ আর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০ শতাংশ টাইলস করা ফুটপাতের ৮০ থেকে ৭০ শতাংশ ড্রেনে ঢাকনার কোনই ব্যবস্থা নেই।  

ফলে এসব ড্রেন পরিষ্কার কিংবা ঠিকমত মশার ঔষধ ছিটানো যাচ্ছে না বলে জানান মশক নিধন কর্মীরা। মশার অনিয়ন্ত্রিত কামড়ে অতিষ্ট ঢাকার দুই সিটির বাসিন্দারা।

কিউলেক্স মশা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশনও।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় জলাশয় ঘুরে দেখা যায় ঝাঁকে ঝাঁকে মশা আছে বহাল তবিয়তে। এমনকি মশার ঔষধ লার্ভিসাইডিং আর এডাল্টিসাইডিং রাখার গুদামেও মশার দেখা মিললো।  

অনুসন্ধানে জানা যায়, ঢাকা উত্তরে ৭৫ শতাংশ আর দক্ষিণের ৫০ শতাংশ সড়কে টাইলস করা ফুটপাত রয়েছে।

কিন্তু এর বেশিরভাগ ড্রেন মশার অন্যতম প্রজননস্থল  হলেও ড্রেন পরিষ্কার কিংবা মশার ঔষধ ছিটানোর কোন ব্যবস্থা রাখা হয়নি।


মশা মারতে গিয়ে পুড়ে গেলেন মা ও দুই মেয়ে

আস্থা ভোটে জিতলেন প্রধানমন্ত্রী ইমরান খান

চিকিৎসাপত্র ছাড়াই ওষুধ কিনছেন ক্রেতারা, রোগী দেখছেন ফার্মেসি মালিকরা

দেশে বাজারে আবারও কমছে স্বর্ণের দাম


ফলে মশক নিধন কমর্সূচি ব্যাহত হলে এর দায় সংশ্লিষ্টদের প্রকৌশল বিভাগকে নিতে হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।

ড্রেনে ক্রটি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এ বিএম আমিন উল্লাহ নুরী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম।  

মশা নিধনে নেয়া নতুন কৌশল ও কীটনাশক পরিবর্তন সুফল বয়ে আনবে বলে আশা দুই সিটি কর্পোরেশনের।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক