ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের গবেষণা

ভাসানচর পুরোপুরি নিরাপদ ও বাসযোগ্য এক দ্বীপ

নিজস্ব প্রতিবেদক

মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় জেঁগে ওঠা ভাসানচর পুরোপুরি নিরাপদ ও বাসযোগ্য এক দ্বীপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। এ সময় বক্তারা রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার আহবান জানান।  

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠনিকভাবে গবেষণার ফলাফল তুলে ধরেন ‘শান্তি ও সংঘর্ষ‘ অধ্যায়ন বিভাগের শিক্ষক ড. রফিকুল ইসলাম।

সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ভাসানচর নিয়ে অযৌক্তিকভাবেই দেশে-বিদেশে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।

চীন ভারতের মতো বন্ধুপ্রতীম দেশগুলো মানবিক সহয়তা দিলেও প্রত্যাবাসনের ক্ষেত্রে তাদের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম।

বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোথাও বাস্তুচ্যুতদের জন্য এতো সুযোগ সুবিধা সরবরাহ করা হয়নি বলে মন্তব্য করেন সেমিনারের আয়োজক সেন্ট্রাল ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ এর চেয়ারম্যান।


কুমিরের পেট থেকে বের করা হচ্ছে আস্ত মানুষ (ভিডিও)

প্রেমের বিয়ের ৪ মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাক্‌স্বাধীনতা সুরক্ষিত রাখতে মানবাধিকার সংস্থাগুলোর আহ্বান

চুম্বনের দৃশ্যের আগে ফালতু কথা বলতো ইমরান : বিদ্যা


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মাকসুদ কামালের মতে, বাংলাদেশের মূল লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসন।

আর তাই মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার পরামর্শ তার।

গবেষণায় দ্বীপটিকে আরো টেকশই করতে সুপেয় পানি সরবরাহ ও কুটির শিল্প গড়ে তোলার জন্য সুপারিশ করেছেন গবেষক দল।

news24bd.tv নাজিম