ট্রাকচাপায় চবি আইন বিভাগের প্রথম ব্যাচের ছাত্রের মৃত্যু

ট্রাকচাপায় চবি আইন বিভাগের প্রথম ব্যাচের ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এই ঘটনায় রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবী ওসমান গনি (৪৫) মারা যান।

বিষয়টি রবিবার সকাল সাড়ে ১০টায় নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট একরামুল হুদা। আইনজীবী ওসমান গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র।

তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

শনিবার (৬ মার্চ) রাত ১১টায় কলাতলীর ডলফিন মোড়ের হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১০ জনকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

আইনজীবী ওসমান গনি তাদের একজন ছিলেন।

আরও পড়ুন:


শতকোটি টাকার মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন শমী কায়সার

ভুয়া চিকিৎসা ও অর্থ আত্মসাত: যুক্তরাষ্ট্রে বাংলাদেশির ১৫ বছরের জেল

অভিনেত্রী চারুর গোসলের ছবি ভাইরাল

ঐতিহাসিক ৭ মার্চ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


এ ঘটনায় নিহত বাকি দুজন হলেন- কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও রাজধানীর উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানান, ঘটনাস্থলে এক নারী সহ দুইজনের মৃত্যু হয়েছে। পরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় আরো এক জনের মৃত্যু হয়।

news24bd.tv আহমেদ