ঐতিহাসিক ৭ মার্চে বগুড়ায় শ্রদ্ধাঞ্জলী নিবেদন

ঐতিহাসিক ৭ মার্চে বগুড়ায় শ্রদ্ধাঞ্জলী নিবেদন

Other

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা’র নেতৃত্বে পুলিশ প্রশাসন সহ এলজিইডি, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেনসহ প্যানেল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধু পরিষদ, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করেছে।


ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!

অস্ত্রের মুখে জিম্মি করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু- শনাক্তের সর্বশেষ তথ্য

মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা


এতে জেলা আ.লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, এড. রেজাউল করিম মন্টু, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বক্তব্য রাখেন।  

এছাড়া বগুড়া প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে বিকেলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করেছে।

news24bd.tv / কামরুল