একনজরে রেডমি কে৪০ প্রো প্লাস

একনজরে রেডমি কে৪০ প্রো প্লাস

অনলাইন ডেস্ক

গতমাসে চীনে লঞ্চ হয়েছে রেডমি কে৪০ সিরিজের নতুন তিনটি  স্মার্টফোন রেডমি কে ৪০, রেডমি কে৪০ প্রো ও রেডমি কে৪০ প্রো প্লাস।  কিন্তু এই সিরিজের ফোনগুলি আন্তর্জাতিক বাজারে কবে আসবে সেই নিয়ে অফিসিয়ালি শাওমি এখনো কিছু উল্লেখ করে নি।  

একনজরে রেডমি কে৪০ প্রো+ এর স্পেসিফিকেশন
ডিসপ্লে- ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস, অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট, ২৪০০ x ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন, ৩২৪ পিপিআই

হার্ডওয়্যার ও সফটওয়্যার- স্ন্যাপড্রাগন ৮৮৮ অ্যান্ড্রয়েড ১১, এমআইইউআই ১২

মেমোরি- ১২ জিবি (র‍্যাম)
২৫৬ জিবি (স্টোরেজ)
মাইক্রোএসডি কার্ডের স্লট


অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে

সূরা কাহাফ তিলাওয়াতে রয়েছে বিশেষ ফজিলত

করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে

নামাজে মনোযোগী হওয়ার কৌশল


ক্যামেরা- ১০৮ + ৮ + ৫ মেগাপিক্সেল (রিয়ার)

২০ মেগাপিক্সেল (ফ্রন্ট)

ব্যাটারি- ৪,৫২০০ মিলি অ্যাম্পিয়ার
৩৩ ওয়াট ফাস্ট চার্জিং

সিকিউরিটি- ফেস আনলক
সাইড-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট

রেডমি কে৪০ প্রো+ এর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৬৯৯ ইয়েন বা ৪১,৬০০ রুপি। প্রত্যেকটি ফোনই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

news24bd.tv/আলী